নববর্ষ দেশে বিদেশে, আনন্দ ও উৎসবের শুভদিন

>> ধীরাজ কুমার নাথবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2014, 03:04 AM
Updated : 14 April 2014, 03:04 AM

নববর্ষের সঙ্গে বাংলার গ্রামীণ শিল্প ও সংস্কৃতির প্রদর্শনী হচ্ছে বড় প্রাপ্তি। তবে এসব মেলা ঘিরে বাংলার জনপদে শুরু হয় মহামিলনের এক অপূর্ব সুযোগ। নববর্ষ বাংলার অসাম্প্রদায়িক ঐতিহ্যের অংশ, ঐতিহাসিক মিলনমেলার মহাযজ্ঞ।

ষাটের দশকে আইয়ুব খান-মেনায়েম খান বাংলার এ সংস্কৃতি ধ্বংস করার লক্ষ্যে যখন নিজেরাই রবীন্দ্র সঙ্গীত লেখার ভাবনায় বিভোর, তখনই রমনার বটমূলে শুরু হয় ‘ছায়ানট’ আয়োজিত “এসো হে বৈশাখ”-এর মহাগণসঙ্গীত, যা পরোক্ষভাবে ছিল বাঙালি জাতিসত্তার পুনরুত্থান এবং প্রতিবাদী কণ্ঠস্বরের প্রথম বার্তা, স্বাধিকারের সূত্রপাত।

বাংলার নববর্ষ বাংলাদেশিদের রাষ্ট্রীয় জীবনে নতুন দিগন্ত করেছে উন্মোচন; স্বাধীনতার চেতনায় এবং অসাম্প্রদায়িক স্বাধীন দেশ বিনির্মাণে দিয়েছে নতুন ভাবনা। তাই নববর্ষ শুধু একটি দিন নয়, এ হচ্ছে বাংলার গণজাগরণের এক মহালগ্ন। পয়লা বৈশাখ আমাদের ইতিহাস, মহামিলনের মাহেন্দ্রক্ষণ। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)