গণজাগরণ মঞ্চ ও কিছু অপপ্রচার

>> কাজী আহমেদ পারভেজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2014, 06:56 AM
Updated : 10 April 2014, 06:56 AM

এত বড় একটা আন্দোলন হয়ে গেল, প্রতিদিন হাজার হাজার মানুষ এল। বিশেষ বিশেষ উপলক্ষে লক্ষ লক্ষ জনসমাগম হল, এর কিছু রুটিন লজিস্টিক্সের তো প্রয়োজন আছে, নাকি? ধরে নিই, কিছুই না, তাদের শুধু পানির ব্যবস্থা করা হয়েছিল। তাতে হাজার পাঁচেক লোকের ৪ থেকে ৫ মাসের শুধু পানিরই দাম পড়বে ওই হিসাবে দেখানো ২ কোটি টাকা বা তার চেয়েও বেশি।

বুঝলাম, তারা কেউ খাবার খাননি। তাই টয়লেটেও যাওয়া লাগেনি। দিনরাত হাওয়া আর পানি খেয়েছেন। আর তাই খেয়েই ওখানে ছিলেন তাতে করেই জুন-জুলাই পর্যন্ত যেতে না যেতেই তাদের সংগৃহীত যাবতীয় অনুদান ফুরিয়ে যাবার কথা। (পড়তে ক্লিক করুন)