পানির জন্য শক্তি, শক্তির জন্য পানি

>> জাহিদুল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2014, 09:39 AM
Updated : 22 March 2014, 09:39 AM
পানি ও শক্তির একে অপরের উপর নির্ভরশীলতার (পানি-শক্তি যোগসূত্র) উপর গুরুত্ব আরোপ করে এবারের (২০১৪) বিশ্ব পানি দিবসের শ্লোগান ‘পানি ও শক্তি’। এই প্রবন্ধে বৈশ্বিক ও বাংলাদেশের প্রেক্ষাপটে পানি ও শক্তির মধ্যকার নির্ভরশীলতা ব্যাখ্যা করার প্রয়াস থাকবে।
পানি এবং শক্তি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যাকে বলা যেতে পারে পানি-শক্তি যোগসূত্র (Water-Energy Nexus), যার মূল প্রতিপাদ্য হচ্ছে, শক্তি উৎপাদনে প্রয়োজন পর্যাপ্ত পানির। আর সে সঙ্গে বিশুদ্ধ পানি সবার কাছে পৌঁছে দেবার জন্য প্রয়োজন শক্তির। বৈশ্বিক প্রেক্ষাপটে পানি-শক্তি যোগসূত্র নিয়ে প্রথমে আলোচনা করা যাক। দেখা যাক কীভাবে শক্তি উৎপাদনে পানির ব্যবহার আবশ্যক।