হারিয়ে যাওয়া বিমান ও উড্ডয়ন-নিরাপত্তা

>> শোয়েব সাঈদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2014, 06:03 PM
Updated : 17 March 2014, 06:15 PM

মালয়েশিয়ান এয়ারলাইনসের কথাই ধরুন। এরা প্রতিবছর লক্ষাধিক ফ্লাইট পরিচালনা করে। গত চল্লিশ বছরের ইতিহাসে এই এয়ারলাইনসের মাত্র তিনটি বিমান বড় দুর্ঘটনায় পড়েছে যাতে যাত্রী হতাহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে প্রধান দুর্ঘটনাটি ঘটেছিল ছিনতাই-এর কারণে। দুর্ঘটনার ফ্রিকোয়েন্সির দিক থেকে এই নিরাপত্তার বিষয়টি সত্য। তবে সত্যের পেছনের মর্মান্তিক বাস্তবতাটি হচ্ছে প্রতিটি সিঙ্গেল ঘটনার ভয়াবহতা এবং এই পঁয়তাল্লিশ মিলিয়ন ভাগের একভাগের ভগ্নাংশটুকু যার কপালের লিখন, ‘এক জীবনের তরে তাহাই একশতভাগ’।

বর্তমান মানবসভ্যতা এই মর্মান্তিক বাস্তবতাকে শুধু নিয়তির হাতে ছেড়ে দিতে রাজি নয়। আর তাই নিরাপদ রাখার প্রক্রিয়া ক্রমাগত সুসংহত করার প্রচেষ্টায় নতুন নতুন প্রযুক্তির দেখা মিলছে। এরই ফলশ্রুতিতে পশ্চিম ইউরোপ, আমেরিকা আর এশিয়ার এয়ারলাইনসগুলোর দুর্ঘটনা ক্রমশই বিরল হয়ে যাচ্ছে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)