ভাষাসৈনিক গোলাম আযম: একটি গোয়েবলসীয় প্রচারণার ব্যবচ্ছেদ

>> আরিফ রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2014, 06:13 PM
Updated : 28 Feb 2014, 06:13 PM
১৯৭১ সালে জামায়াতে ইসলামীর আমীর এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে গণহত্যার মাস্টারমাইন্ড গোলাম আযমকে নিয়ে বরাবরই বিভিন্ন প্রোপাগাণ্ডা শোনা যায় তার সমর্থক গোষ্ঠীর মুখে। এর মধ্যে সবচেয়ে রসালো প্রচারণাটি হচ্ছে গোলাম আযমকে ভাষাসৈনিক প্রমাণ করার প্রাণান্তকর প্রচেষ্টা। ফেব্রুয়ারি এলেই এই ইস্যু নিয়ে শুরু হয় নানা রকম রকমারি বাণিজ্য। আমাদের এই লেখার উদ্দেশ্য থাকবে সমস্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখা যে, দাবিটির সত্যতা কতটুকু। সঙ্গে থাকবে এই বিষয় নিয়ে সমস্ত বিভ্রান্তি দূর করার বস্তুনিষ্ঠ প্রয়াস।