গণজাগরণ মঞ্চের উত্থান, সরকারের অবস্থান ও বিবিধ প্রচার-প্রচারণা

>> কাজী আহমেদ পারভেজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2014, 06:09 AM
Updated : 19 Feb 2014, 06:09 AM

গণজাগরণ মঞ্চ নিয়ে আজ পর্যন্ত যে সংখ্যক ও যে বহুমাত্রিক প্রচার হয়েছে, অন্য কোনো একটি বিষয় উপজীব্য করে তা হয়েছে বলে মনে হয় না। তাই গণজাগরণ মঞ্চ যে কারও জন্য সহজে এড়িয়ে যাবার মতো বিষয় নয়, তা নিঃসংকোচে ও মোটা দাগে বলা যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ এই প্রচারণাগুলির পিছনে ক্রিয়াশীল ছিল। এইসব প্রচারণায় তাদের কার্যত কোনো লাভ যে হয়নি তা বুঝতে বিরাট কোনো ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন পড়ে না। সময় সময়ে এমন ধারা প্রচারণায় গণজাগরণ মঞ্চ যে সাময়িক অস্থিতিশীলতায়, সন্দেহে, আস্থাহীনতায় পড়েনি তা নয়। তবে শেষ পর্যন্ত তারা লক্ষ অর্জনে এগিয়ে যেতে পেরেছে; সেটাই প্রমাণ করে ওই প্রচারণাগুলো ছিল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)