ক্রিকেট নিয়ে তিন মোড়লের দাদাগিরি

>> আরিফ রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2014, 04:28 PM
Updated : 27 Jan 2014, 04:29 PM

ক্রিকেটার এবং ক্রিকেটবোদ্ধারা টেস্ট ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্রের কথা বলে আসছেন কয়েক বছর ধরে। আর তারা কয়েকটি ক্রিকেট বোর্ড এবং আইসিসিকেই এই ষড়যন্ত্রের হোতা বলে দূষছেন। যেহেতু টেস্ট ক্রিকেট সময়সাপেক্ষ, এতে দর্শকদের উন্মাদনা তুলনামূলকভাবে কম, তাই টেস্টে ব্যবসায়িক ফায়দা কম। অপরদিকে, ওয়ান ডে বা টি-টোয়েন্টি ক্রিকেট খুবই কম সময়ে ফলাফল আসে বলে, এতে দর্শক বেশি। তার মানে বেশি কর্পোরেট বাণিজ্য, যার মানে ক্রিকেট বোর্ডের লাখো ডলারের ফায়দা। আর এরই সঙ্গে আসে বাজিকরদের উন্মাদনা আর ম্যাচ ফিক্সিং (পাতানো খেলা), যা ক্রিকেটকে ক্রমাগত কলুষিত করছে। (পড়তে ক্লিক করুন)