শাহবাগের একশ বাইশটি গান

>> ওমর শেহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2014, 06:58 AM
Updated : 21 Jan 2014, 06:58 AM

আমরা সবাই টুকটাক কিছু না কিছু শাহবাগের গান শুনেছি। কিন্তু আমার কোনো ধারণাই ছিল না কতজন কবি, গায়ক, শিল্পী, যন্ত্রী শাহবাগের বন্যায় ভেসেছিলেন। কেউ কি জানেন? তিরিশ, চল্লিশ, পঞ্চাশ? এটি আসলে আপনাদের ধারণারও বাইরে! একশ বাইশটি! হ্যাঁ, এটি কিন্তু আরও বেশিও হতে পারে। আমি খুঁজে পেয়েছি এই ক’টি। স্বাধীনতার পর থেকে আর কখনও বাংলাদেশে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে এত কম সময়ে এতগুলো গান হয়েছে? প্রতি আড়াই দিনে একটি করে নতুন গান? ভাবা যায়? (বিস্তারিত পড়তে ক্লিক করুন)