সুখরঞ্জন বালীর খোঁজে

>> ওমর শেহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2014, 05:03 PM
Updated : 9 Jan 2014, 05:06 PM

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার দেলোয়ার হোসেইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে চলমান মামলার সাক্ষী সুখরঞ্জন বালীর কথিত অপহরণ নিয়ে দেশে এবং বিদেশে প্রচুর কথা হয়েছে। বালী ছিলেন সাঈদীর বিপক্ষে প্রসিকিউশনের প্রস্তাবিত ৬৮ সাক্ষীর একজন। খুব কষ্টের ব্যাপার হল তিনি এখনও তার পরিবারের কাছে ফিরতে পারেননি। কিন্তু আমি তারও চেয়ে বেশি কষ্ট পাই যখন দেখি জামাতের আইনজীবীরা এই লোকের নামে বিভিন্ন গালগল্প ছড়ায়, তাদের সূত্র দিয়ে তথাকথিত কিছু সাংবাদিক সেটিতে রং চড়ায় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাতে মুগ্ধ হয়ে কোনো রকম যাচাই-বাছাই ছাড়া সেই গল্পে বিশ্বাস করে তার ভিত্তিতে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)