সত্যের সংগ্রাম

>> শারমিন আহমদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2013, 04:03 AM
Updated : 29 Dec 2013, 04:03 AM

১৯৭১ সালে ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের নাম সত্যভাষী, সত্যপ্রিয় ও সত্যসন্ধানী মানুষের হৃদয়ে এবং ইতিহাসে অমরত্ব লাভ করে তার শাণিত বিবেক হতে উচারিত সত্য ভাষণের জন্য। বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের শক্তিশালী প্রশাসকের অন্যায়কে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। তাঁর চাকুরী এবং কূটনৈতিক ক্যারিয়ারের পরোয়া না করে তিনি ঢাকার মার্কিন কনস্যুলেট হতে, বিশজন কূটনীতিকের স্বাক্ষরসহ তাঁর ঊর্ধ্বতন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হেনরি কিসিঞ্জারকে ৬ এপ্রিল, ১৯৭১ একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)