মুক্তিযুদ্ধে গোপন তৎপরতা (১): বুদ্ধিজীবী হত্যায় মার্কিন দায়

>> অমি রহমান পিয়ালবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2013, 05:32 PM
Updated : 11 Dec 2013, 05:32 PM

গোপন তৎপরতার আদ্যোপান্তই ‘গোপনীয়’ সিলগালায় মোড়কবন্দী থাকে। এটাই নিয়ম। মাঝেমাঝে ফিসফাস কিংবা প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কিছু তথ্য বেরোয় বটে, কিন্তু তা দিয়ে এসব তৎপরতায় কাউকে দায়ী করা খুব মুশকিল। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)