চাকরি কোটার রাজনীতি

. মুজতবা হাকিম প্লেটোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2013, 05:10 AM
Updated : 12 July 2013, 05:10 AM

৮ জুলাই ৩৪তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের প্রেক্ষিতে অসন্তোষ সৃষ্টি হওয়ায় দুদিন পর বাংলাদেশ সরকারি কর্মকমিশন ফল পুনর্বিবেচনার জন্য তা বাতিল করে।

কমিশন কীসের ভিত্তিতে ফল প্রকাশ করেছে ঘোষণা না দিলেও নানা খবর ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘৮৯টি সঠিক উত্তর দিয়েও চান্স পাইনি’ শিরোনামে খবর হয়। অন্য সংবাদপত্রগুলোয় বিক্ষোভকারীদের মন্তব্যে উঠে আসে কোটায় ৫০ নম্বর এবং মেধায় ৮০ নম্বর পেয়ে এবার পাশ করানো হয়েছে। তথ্যের বিভিন্নতায় স্পষ্ট যে ফল নিয়ে গুজবও ছড়িয়েছে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)