পাকিস্তানে জঙ্গি হামলায় ৭ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান জঙ্গি হামলায় অন্তত সাত সেনা নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 5 July 2015, 02:31 PM
Updated : 5 July 2015, 02:31 PM

সম্প্রতি তালেবান জঙ্গিরা পাকিস্তান সরকার ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে তালেবানদের সর্বশেষ শক্ত ঘাঁটি উত্তর ওজিরিস্তানে বড় ধরনের অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী।

কিন্তু শাওয়াল ভ্যালির নিম্নাঞ্চলে সেনাবাহিনীকে তালেবানদের কঠিন প্রতিরোধের মুখে পড়তে হয়।

শুক্রবার সেনাপ্রধান জেনারেল. রাহীল শরিফ শাওয়াল ভ্যালিতে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বলেন, শাওয়াল ভ্যালির চারপাশ ঘিরে থাকা পাহাড়ের চূড়াগুলোর দখল নিয়েছে সেনারা। এখন নিচু এলাকা থেকে তাদের হটিয়ে দেয়ার চূড়ান্ত অভিযান শুরু হয়েছে।

“আমাদের লক্ষ্য পাকিস্তানকে সন্ত্রাস মুক্ত করা। এ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামব না।”

শনিবার শাওয়াল ভ্যালির পীর ঘর এলাকায় সেনাবাহিনীর গাড়িবহরে জঙ্গি হামলায় দুই সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে একটি সেনা সূত্র।

পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, হামলায় পাঁচ সেনা নিহত হয়েছে।

আরো দুইটি হামলা হয়েছে শাওয়াল ভ্যালির বাইরে। এর মধ্যে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গাড়িতে বোমা হামলায় তিন সেনা নিহত এবং ছয় জন আহত হয়েছে।

দ্বিতীয় হামলাটি হয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তানে। সেখানে সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা হামলায় দুই সেনা নিহত হয়েছে।