ফিলিপাইনে ফেরি ডুবিতে নিহতের সংখ্যা ৫১

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেইতে উপকূলীয় এলাকায় সাগরে যাত্রীবাহী ফেরি ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 08:49 AM
Updated : 3 July 2015, 03:19 PM

বৃহস্পতিবার ওরমোক বন্দরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রবল ঢেউয়ের কবলে পড়ে এমবিসিএ কিম-নার্ভানা ফেরিটি উল্টে যায়।

ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ১৮৭ জন যাত্রী ও  ক্রু ছিল। ফেরিটি ওরমোক বন্দর থেকে সেবু প্রদেশের ক্যামোতেস দ্বীপে যাচ্ছিল বলে জানিয়েছে উপকূলরক্ষীরা।

রয়টার্সকে উপকূলরক্ষীরা জানিয়েছে, ফেরিটির ১৪১ আরোহী রক্ষা পেয়েছেন।

খারাপ আবহাওয়ার কারণে ডুবুরিদের উদ্ধার তৎপরতা ব্যাহত হলেও রাবারের নৌকায় করে উদ্ধারকাজ অব্যাহত থাকার কথা এর আগের এক খবরে জানায় পুলিশ ও উপকূলরক্ষীরা।