দার্জিলিংয়ে ভূমিধসে ২৮ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে পাহাড়ের ভূমিধসে অন্ততপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 07:34 AM
Updated : 1 July 2015, 10:46 AM

দেশটির একজন কর্মকর্তার বুধবার এই খবর জানিয়েছেন।

মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে বেশ কয়েক দফা ভূমিধসের ঘটনা ঘটেছে।

দার্জিলিংয়ের জেলা ম্যাজিস্ট্রেট অনুরাগ শ্রীবাস্তব জানান, মিরিক এলাকা থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে কালিম্পংয়ে।

দার্জিলিং সাব ডিভিশনের শুকিয়া পোখরিতে আরেকটি মৃতদেহ পাওয়া গেছে। দার্জিলিংয়ের পুলিশ সুপারিন্টেডেন্ট অমিত জাভালগি বলেছেন, এখন পর্যন্ত ২৮ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো কয়েকজন এখনো নিখোঁজ।

মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি দার্জিলিং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এলাকাটি পরিদর্শনও  করবেন তিনি।

তিস্তা এবং তোরসা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে রেড এলার্ট জারি করেছে জেলাপ্রশাসন।