পাকিস্তানে স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলায় নিহত ২

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার পাকিস্তানের সঙ্গে জিম্বাবুয়ের ওয়ান ডে ম্যাচ চলাকালে স্টেডিয়ামের কাছে আত্মঘাতী হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 09:30 AM
Updated : 30 May 2015, 09:40 AM

পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ এ খবর জানিয়েছেন বলে শনিবার ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জিও নিউজকে মন্ত্রী বলেছেন, এক পুলিশ কর্মকর্তার সাহসিকতার কারণে স্টেডিয়ামে হামলার লক্ষ্য নস্যাৎ করা গেছে। লাহোরের কালমা চোক এলাকায় হামলাকারীকে আটকাতে গিয়ে ওই কর্মকর্তা প্রাণ দিয়েছেন।

এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলে জানান তিনি।

ক্রিকেট ম্যাচ চলাকালে খবরটি ‘গোপন’ করায় পাকিস্তানের ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের প্রশংসা করেছেন তথ্যমন্ত্রী।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রথম গাদ্দাফি স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের খবর প্রচার হলেও সেটিকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ বলে মিথ্যা তথ্য দিয়ে পরে প্রত্যাহার করা হয়।

পরবর্তীতে পাঞ্জাব পুলিশের আইজি (অপারেশন) এক সংবাদ ব্রিফিংয়ে ওই বিস্ফোরণে উপপরিদর্শক আব্দুল মজিদ এবং রিজওয়ান নামের এক বেসামরিকের মৃত্যুর কথা জানান।

তবে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা দাবি করেন, একটি রিকশার মধ্যে ওই বিস্ফোরণ ঘটেছিল এবং কী থেকে বিস্ফোরণ তা বের করতে আলামত সংগ্রহ করেছেন তারা।