ভারতে দাবদাহে মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে

ভারতে প্রচণ্ড দাবদাহে মৃতের সংখ্যা  দাঁড়িয়েছে ১৩৬০ জনে। মঙ্গলবার থেকে অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় আরো ২ শতাধিক মানুষের মৃত্যু নিয়ে মোট মৃতের এ সংখ্যা জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 02:43 PM
Updated : 28 May 2015, 04:18 PM

বুধবার রাতে কর্মকর্তারা অন্ধ্র প্রদেশে ১৫৭ জনের মৃত্যুর খবর জানান। অন্যদিকে, মঙ্গলবার থেকে তেলেঙ্গানায় মারা গেছে ৭০ জন।

অন্ধ্র প্রদেশে মোট মৃতের সংখ্যা ১,০২৪ এবং তেলেঙ্গানায় ৩৬৬ জন। দুই রাজ্যের কর্মকর্তারাই মঙ্গলবার রাতে ১ হাজার ১৩৩ জনের মৃত্যু নিশ্চিত করে জানিয়েছেন। গত এক সপ্তাহ থেকে এসব মৃত্যুর খবর এসেছে।

এপ্রিলের মাঝামাঝি থেকেই তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশে দাবদাহ শুরু হয়। কিন্তু গেল এক সপ্তাহে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

তবে আগামী কয়েকদিনের মধ্যে কোনো কোনো এলাকায় গরমের তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে। হাসপাতালগুলো হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের ব্যাপারে সতর্ক রয়েছে।