রেকর্ড গরমে ভারতে ২০০ জনের মৃত্যু

প্রচণ্ড তাপদাহে গত তিন দিনে ভারতে দুই শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে মারা গেছে ১৫৩ জন। 

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 03:58 PM
Updated : 24 May 2015, 10:11 AM

ভারতের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শনিবারও দেশটির দুইটি রাজ্যে প্রচণ্ড তাপদাহ অব্যাহত ছিল।
 
৬৮ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে শনিবার তেলেঙ্গানার খাম্মামে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৪৭ সালে খাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
 
তাপদাহে শুধু শুক্রবারই তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে একশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আইএএনএস’র খবরে বলা হয়েছে। ওই দিন রাজ্য দুইটির কোথাও কোথাও তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। 
 
তেলেঙ্গানার হাসপাতালগুলোতে রোগীদের প্রচণ্ড ভিড় লেগে গেছে, যাদের অধিকাংশই ‘সানস্ট্রোক’র লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। 
 
অন্ধ্রপ্রদেশ সরকার সবগুলো জেলা হাসপাতালে জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে।
সরকারের পক্ষ থেকে সুরক্ষা ছাড়া জনগণকে দিনের বেলা প্রখর রোদে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। 
 
তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার পর ভারতের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ‘তীব্র’ তাপদাহের সতর্কতা জারি করা হয়। 
 
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও তিনদিন এ অবস্থা অব্যাহত থাকার কথা বলা হয়েছে। সেইসঙ্গে এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রার আগের রেকর্ড ভেঙ্গে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। ২০০২ সালের ১১ মে অন্ধ্রপ্রদেশের ভিজয়াওয়াদা শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 
তবে তাপদাহে এবারই এ অঞ্চলে এত মানুষের মৃত্যু হল। 
 
শুক্রবার তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সরকার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাপদাহ থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় সে ব্যাপারে ব্যাপক প্রচারাভিযান চালানোর নির্দেশ দিয়েছে।
 
শুক্রবার উড়িষ্যা সরকার সেখানে ২৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে। পশ্চিমবঙ্গে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
পাঞ্জাব ও হরিয়ানায়ও তাপদাহে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।