ভারতে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ১১

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, নিহতের সংখ্যা আরো অনেক বেশি।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 05:28 AM
Updated : 7 May 2015, 01:13 PM

ভারতের পশ্চিমবঙ্গে একটি পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার দিনের শেষভাগে পশ্চিম মেদেনীপুর জেলার পিঙ্গলায় এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সুপারিনটেনডেন্ট ভারতী ঘোষ বলেছেন, “একটি পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে অন্ততপক্ষে ১১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।”

কারখানাটির মালিক রঞ্জন মাইতি এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

স্থানীয় অধিবাসীরা অভিযোগ করেছেন, নিহতের সংখ্যা আরো অনেক বেশি। তারা আরো অভিযোগ করেন, কারখানাটিতে বোমাও তৈরি করা হতো।

স্থানীয় একজন অধিবাসী বলেন, “প্রচণ্ড শব্দে বিস্ফোরণটি ঘটেছিল। তাতে আশপাশের বাড়ি-ঘরগুলো কেঁপে ওঠে। মাইতি একজন অপরাধী। সে তার কারখানা বোমা তৈরির জন্য ব্যবহার করতো। কারখানার ভেতরে অনেক দেহ পড়ে রয়েছে। আরো অনেকে নিহত হয়েছেন।”