নেপালে ভারতীয় পূণ্যার্থীবাহী বাস নদীতে, নিহত ১৭

নেপালে পুণ্যার্থীদের বহনকারী একটি বাস মহাসড়ক থেকে ছিটকে নদীতে পড়ে ডুবে গেলে অন্ততপক্ষে ১৭ জনের মৃত্যু হয়।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2015, 08:07 AM
Updated : 22 April 2015, 04:44 PM

পুলিশ কর্মকর্তা বাসু খারেলের বরাতে সিনহুয়া জানিয়েছে, “নিহতদের সবাই ভারতীয় নাগরিক এবং এদের বেশিরভাগই গোরাকপুর থেকে এসেছেন।”

স্থানীয় সময় সকাল ৬.৪০ মিনিটে কয়েক ডজন পূণ্যার্থী নিয়ে বাসটি ধাদিং জেলায় পৃত্থিবি মহাসড়ক থেকে ছিটকে ১৫০ মিটার গড়িয়ে জেপরি নদীতে ডুবে যায়। রাজধানী কাঠমান্ডু থেকে দুর্ঘটনাস্থলটির অবস্থান প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে।

পুলিশ কর্মকর্তা খারেল জানান, বেশ কয়েকটি উদ্ধারকারী দল অভিযানে নেমেছে।

অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহতদের নাম ও ঠিকানা জানার চেষ্টা চলছে।

পুস্পাতিনাথ মন্দির পরিদর্শন শেষে সব ভারতীয় পূণ্যার্থী দেশে ফেরার উদ্দেশে যাত্রা করেছিল।