কাশ্মিরে পুলিশের গুলিতে আহত একজনের মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের গুলিতে আহত একজন বিক্ষোভকারী মারা গেছেন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 12:47 PM
Updated : 18 April 2015, 01:18 PM

পুলিশ জানায়, সংঘর্ষে প্রায় ২৪ ব্যক্তি আহত হয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুঁড়লে তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের একজন হাসপাতালে মারা যায়।

জাম্মু ও কাশ্মির প্রদেশের বাদগাম জেলায় শনিবার এই সংঘর্ষ হয়।

বাদগাম জেলার নরবাল গ্রামের কাছে রাস্তায় বিক্ষোভকারীরা গাড়ি ভাংচুর করছিল।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে টিয়ার গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে। ব্যর্থ হয়ে পরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা আইএএনএস কে বলেন, সংঘর্ষে সুহাইল আহমদ সফি নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে শ্রীনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

শুক্রবার পুলিশ কাশ্মিরের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমকে জনগণকে খেপিয়ে তোলা ও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অভিযোগে গ্রেপ্তার করে।

এর প্রতিবাদে আলমের সমর্থকরা শনিবার কাশ্মিরে ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটের কারণে কাশ্মিরের জনজীবন অচল হয়ে পড়েছে। অফিস ও দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় কোন গণপরিবহন চলছে না।