কাশ্মিরে ভূমিধসে ৬ জনের মৃত্যু

ভারতশাসিত কাশ্মিরে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে অন্ততপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 07:44 AM
Updated : 31 March 2015, 07:44 AM

পুলিশ জানিয়েছে, ভূমিধসে চাপা পড়া বাড়ি-ঘরে থাকা অন্ততপক্ষে ১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিবিসি বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে ঝিলম নদীর পানি বেড়ে যাওয়ায় প্রায় ২শ পরিবারকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে কাশ্মিরে বন্যায় ২৫০ জনের মৃত্যু হয়। ওই বন্যাকে অর্ধশতাব্দীর মধ্যে কাশ্মিরের সবচে ভয়াবহ বন্যা বলে অভিহিত করা হয়।

পুলিশ বলছে, কাশ্মিরের প্রধান শহর শ্রীনগর থেকে ১০ মাইল পূর্বে চাদোরায় ভূমিধসে অনেক ঘরবাড়ি চাপা পড়েছে।

পুলিশে জ্যেষ্ঠ কর্মকর্তা গজনফর হুসেইন বলেন, “আমরা মাটির নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী ৬ জনের লাশ উদ্ধার করেছি।

ভুমিধসে চাপাপড়াদের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে জড়ো হয়েছেন।

স্থানীয় অধিবাসী মোহাম্মেদ সুলতান বলেন, কোনো আভাস না দিয়েই আকস্মিকভাবে ঘরবাড়ির ওপর ভূমি ধসে পড়ে।

তিনি আরো বলেন, “তারা আকস্মিকভাবেই মাটির নিচে জীবন্ত চাপা পড়েছেন। এখন তাদের এর নিচেই পাওয়া যাবে।”

ওই এলাকায় কর্তৃপক্ষ ২০টি ত্রাণশিবির স্থাপন করেছে। তারা স্থানীয় জনগণকে নিচু এলাকা থেকে সরে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

২০১৪ সালের সেপ্টেম্বরে এই অঞ্চলে ১২ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। প্রাকৃতিক ওই দুর্যোগে ১ লাখ ৮০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।