বিশ্বের সবচেয়ে ‘বড়’ দল এখন বিজেপি

সদস্য সংখ্যার হিসাবে চীনের কমিউনিস্ট পার্টিকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 11:52 AM
Updated : 30 March 2015, 03:26 PM

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশে ক্ষমতাসীন দলটির প্রেসিডেন্ট অমিত শাহ মঙ্গলবারই এই ঘোষণা দেবেন বলে বিজেপির কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে এনডিটিভি।
 
রোববার পর্যন্ত বিজেপির নিবন্ধিত সদস্য সংখ্যা ৮ কোটি ৮০ লাখে দাঁড়িয়েছে বলে দলের ভাইস প্রেসিডেন্ট দীনেশ শর্মা জানিয়েছেন।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সদস্য সংখ্যা এখন ৮ কোটি ৬০ লাখ।
 
বিজেপি বলছে, গত আট দিনেই দলে এক কোটি সদস্য নাম লিখিয়েছেন। বেশির ভাগ সদস্যই হয়েছেন উত্তর প্রদেশ থেকে।
 
নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুরু করা বিজেপির দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের বদৌলতে দলটি এ বিপুল সংখ্যক সদস্য পেয়েছে।

এ অভিযান শেষ হবে ৩১ মার্চ। এ সময়ের মধ্যে দলের সদস্য সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন দলের নেতারা।
 
ভারতের কংগ্রেস পার্টি সম্প্রতি অনলাইনে নিজ দলের সদস্য সংগ্রহ অভিযান শুরুর উদ্যোগ নেওয়ার পর প্রতিদ্বন্দ্বী দল বিজেপি সদস্য সংখ্যায় রেকর্ড গড়ল।