শিলিগুড়িতে ৮৭ কেজি সোনা উদ্ধার

ভারত-বাংলাদেশ সীমান্তের অদূরে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছের একটি এলাকা থেকে ৮৭ কেজি সোনা উদ্ধার করেছে ভারতের শুল্ক গোয়েন্দারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 04:14 AM
Updated : 29 March 2015, 04:15 AM

উদ্ধার এসব সোনার দাম ভারতীয় মুদ্রায় ২৫ কোটি রুপি। এটাই ভারতে এ যাবৎকালের সবচেয়ে বড় সোনার চালান ধরার ঘটনা।

মিয়ানমার থেকে মণিপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকিয়ে এসব সোনা কলকাতা নেওয়ার পথে ধরা পড়ে বলে রোববার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে শনিবার শিলিগুড়ির একটি আদালতে হাজির করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার শিলিগুড়ির কাছে একটি গাড়ি আটকে তল্লাশি চালায়। প্রথমে গাড়িতে কিছু পাওয়া না গেলেও পরে ইঞ্জিনের ঢাকনির নিচে সোনার প্যাকেটগুলো পাওয়া যায়।

বিপুল পরিমাণ সোনা দেখে শুল্ক গোয়েন্দারাও বিস্মিত হন বলে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়।

তদন্তের স্বার্থে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় প্রকাশ করেননি কর্মকর্তারা। তবে কলকাতার এক বাসিন্দার কাছে পৌঁছে দিতে তারা সোনা নিয়ে সেখানে রওয়ানা হওয়ার কথা জিজ্ঞাসাবাদে দুজন বলেছেন বলে তারা জানিয়েছেন।