আফগান বাহিনীকে তহবিলের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য তহবিল সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 05:05 PM
Updated : 25 March 2015, 11:55 AM

সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আফগান নেতাদের এ আশ্বাস দেয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এ আশ্বাস দেন।

২০১৭ সালের মধ্যে আফগান নিরাপত্তা বাহিনীতে অন্তত তিন লাখ ৫২ হাজার সেনা দেখতে চায় যুক্তরাষ্ট্র। যাতে করে সেখান থেকে বিদেশি সেনা সরিয়ে নেয়া হলেও নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল থাকে।

যদিও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি চাইছেন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের বাহিনী তুলে নেয়ার কাজ আরও কিছুটা ধীর গতিতে করুক।

এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, “আমরা যতদূর জানি, প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান সরকারের এ অনুরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।”

গত বছর আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে হামিদ কারজাইয়ের স্থলাভিষিক্ত হন গনি। গনির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অনেক বেশি বন্ধুত্বপূর্ণ।