মোদীর স্যুটের দাম উঠল ৪ কোটি রুপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্যুটটি নিলামে চার কোটি ৩১ লাখ রুপিতে বিক্রি হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2015, 01:15 PM
Updated : 21 Feb 2015, 02:37 PM

দেশটির হীরা ব্যবসায়ী রিতেশ প্যাটেল ওই স্যুটটি কিনে নিয়েছেন।

প্যাটেল বিবিসিকে বলেন, “আমরা এই স্যুটটি আমাদের কারখানায় রাখব। স্যুটটি আমাদের কাজে উৎসাহ যোগাবে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের সময় মোদী ওই স্যুটটি পরেছিলেন।

স্যুটটির বিশেষত্ব হলো পুরো স্যুটটিতে মোদির নাম ‘নরেন্দ্র দমোদারদাস মোদী’ অঙ্কিত আছে। খবর অনুযায়ী, স্যুটটি বানাতে প্রায় ১০ লাখ রুপি খরচ হয়েছে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদীর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

নিজের পিতা লাভজির হয়ে এই নিলাম অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানান রিতেশ। ভারতের বিখ্যাত হীরার কোম্পানি ধর্মানন্দ ডায়মন্ডের মালিক লাভজি। এই কোম্পানিটির বার্ষিক আয় প্রায় ৯০ কোটি মার্কিন ডলার।

যদিও স্যুটটি আরও বেশি দামে বিক্রি হতো পারতো। এক ব্যক্তি স্যুটটির দাম পাঁচ কোটি রুপি বলেছিলেন। কিন্তু ততক্ষণে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় তা বাতিল হয়ে যায়।

তিনদিন ব্যাপী ওই নিলামে মোদীর ব্যবহৃত আরও প্রায় সাড়ে চারশটি দ্রব্য তোলা হয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর ওই সব দ্রব্য উপহার হিসেবে পেয়েছিলেন মোদী।

নিলাম থেকে প্রাপ্ত অর্থ গঙ্গা নদী দূষণমুক্ত করার কাজে ব্যয় করা হবে।

প্রধানমন্ত্রী হিসেবে মোদীর প্রাথমিক লক্ষ্যগুলোর একটি হল, প্রচণ্ড দূষিত হয়ে যাওয়া গঙ্গা নদী দূষণমুক্ত করা। তিন বছরের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মোদী সরকার।