কেরালায় মানুষখেকো বাঘ হত্যা

ভারতের কেরালা রাজ্যে বনরক্ষীরা মানুষখেকো এক বাঘকে গুলি করে হত্যা করেছে। বাঘটি একটি নারী এবং পুরুষকে হত্যা করেছিল বলে জানায় তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2015, 02:02 PM
Updated : 19 Feb 2015, 02:02 PM

কর্তৃপক্ষ বলেছে, ১০ থেকে ১২ বছর বয়সী ওই বাঘটি গত সপ্তাহে কেরালায় এক কৃষককে এবং কাছের তামিল নাড়ুতে এক নারীকে হত্যা করে। আরেকজনের ওপরও হামলা করেছিল বাঘটি।

বুধবার সন্ধ্যায় রাজ্যের সীমান্তের কাছে গুদালুর জঙ্গলে এটিকে হত্যা করা হয়।

ভারতে বাঘের সংখ্যা দ্রুতই বেড়েছে। ২০১৪ সালে রেকর্ড হয়েছে ২ হাজার ২২৬ টি বাঘ, ২০১১ সালে যা ছিল ১ হাজার ৭০৬ টি।

বাঘটিকে খুঁজে বের করতে আঞ্চলিক কর্তৃপক্ষ ১৬০ জন বনরক্ষী নিয়োগ করে।বুধবার বিকালে একটি হরিণ শিকারের সময় বাঘটি ধরা পড়ে।

বাঘটি বনরক্ষীদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে এটিকে গুলি করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভারতে গত বছর বেশ কয়েকদফায় বাঘের হামলার ঘটনা ঘটেছে। নিহত হয়েছে অন্তত ২০ জন। ঘটনাটি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। ক্ষুব্ধ কৃষকেরা সরকারি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে এবং নিজেরাই বাঘ খুঁজে বের করার হুমকি দিয়েছে।