পেশোয়ার হামলার হোতা তালেবান কমান্ডার নিহত

পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে হামলার হোতা তালেবান কমান্ডার সাদ্দাম নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে খাইবার এজেন্সির জমরুদ এলাকায় তিনি নিহত হন বলে জানিয়েছে ‘দ্য ডন’।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 10:44 AM
Updated : 26 Dec 2014, 02:40 PM

খাইবার এজেন্সির রাজনৈতিক এজেন্ট শাহাব আলী শাহ পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে বলেন, সাদ্দাম নিহত হয়েছেন জমরুদের গুন্ডি এলাকায়। তার এক সহযোগীকে আহত অবস্থায় গ্রেপ্তারও করা হয়েছে।

তিনি জানান, তেহরিক-ই-তালেবানের তারিক গেডার গ্রুপের অন্যতম অভিযান পরিচালনাকারী কমান্ডার ছিলেন সাদ্দাম। তার পরিকল্পনা এবং সহায়তাতেই পেশোয়ারে ওই স্কুলে তালেবান বন্দুকধারীরা হামলা চালায়। ১৬ ডিসেম্বরের এ হামলায় নিহত হয় স্কুলটির ১৩২ শিক্ষার্থীসহ অন্তত ১৪১ জন।

এই সাদ্দামই গত বছর খাইবার পাখতুনখাওয়া এলাকায় পোলিও টিকাদান কর্মীদলের ওপর হামলার মূল হোতা ছিলেন বলে জানানো হয়েছে খবরে। ওই হামলায় ১১ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

টিটিপি’র বিশিষ্ট এই কমান্ডার কয়েকটি বোমা হামলারও হোতা ছিলেন। সাদ্দাম ও তার সহযোগীরা সম্প্রতি নিরাপত্তা বহিনীর ওপর কয়েকটি বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আলী শাহ।