সড়ক সংস্কারের পর চলবে ঢাকা-গুয়াহাটি বাস

বেহাল সড়ক সংস্কারের পর ঢাকা-গুয়াহাটি বাস সার্ভিস পুরোদমে চালু হবে।

আসাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 06:20 PM
Updated : 21 Dec 2014, 06:20 PM

আসামের কর্মকর্তারা বলছেন, গত ১০ ডিসেম্বর বাংলাদেশ ও আসামের রাজধানীর মধ্যে পরীক্ষামূলক বাস চলাচলে সড়কে দূরবস্থা ধরা পড়েছে।

পরীক্ষামূলক এই যাত্রায় নিরাপত্তা ও ভিসা ব্যবস্থাপনা নিয়েও কিছু সমস্যা চিহ্নিত হয়েছে।

আসামের গণপূর্ত অধিপ্তরের এক কর্মকর্তা বলেন, সড়ক মেরামতসহ এসব সমস্যা সমাধান করে শিগগিরই শিলং হয়ে ঢাকা থেকে গুয়াহাটিতে বাস চলাচল করবে।

পরীক্ষামূলক পরিবহনের দিন সড়কের ৩০-৪০ কিলোমিটার এলাকাকে ‘অত্যন্ত বাজে’ হিসেবে চিহ্নিত করেছে প্রতিনিধি দল, যার দ্রুত মেরামত প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

ওই বাসের সরাসরি ঢাকায় পৌঁছার কথা থাকলেও রাতে সিলেটে অবস্থান করতে হয়েছে।

বর্তমান অবকাঠামো পর্যটকদের ভিড় সামলানোর জন্য অপর্যাপ্ত হওয়ায় নিরাপত্তা কর্মকর্তারা ইমিগ্রেশন পোস্টগুলোকে আরো উন্নত করার পরামর্শ দিয়েছেন।

বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ ও ভারত সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

তবে আসামের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত বাস সার্ভিস চালুর বিরোধিতা করেছেন।

বাংলাদেশ হাই কমিশন গুয়াহাটিতে একটি ভিসা আবেদন কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে বলে গণমাধ্যমের খবর।

বর্তমানে আসাম থেকে বাংলাদেশি ভিসা পেতে ইচ্ছুকদের আবেদন পাঠাতে কলকাতায় অথবা ত্রিপুরার রাজধানী আগরতলায়।

এর মধ্যে ১৮ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সী বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ রাখার প্রস্তাবের বিরোধিতার করছে আসাম গণপরিষদ।

মহন্ত ও মুখ্যমন্ত্রী তরুণ গগৈ উভয়েরই আশঙ্কা, এই নীতি আসামের স্বার্থ ক্ষুণ্ন করবে।

গগৈ বলেন, এমনিতেই নিয়মিত ভিসায় আসামে এসে অনেক বাংলাদেশি ‘হারিয়ে’ যান বা মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করে। ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিলে পরিস্থিতি আরও খারাপ হবে।