সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক লুট

ভারতের হরিয়ানায় ১২৫ ফুট লম্বা সুড়ঙ্গ খুঁড়ে একটি ব্যাংকের ভল্ট লুট করেছে দুস্কৃতকারীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 03:08 PM
Updated : 29 Oct 2014, 10:38 AM

পুলিশ জানায়, তারা গোহানা শহরে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভল্ট থেকে নগদ ৪০ লাখ রুপি ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের জিনিস নিয়ে গেছে।

সুড়ঙ্গটি ব্যাংক ভবনের কাছে একটি খালি বাড়ি থেকে শুরু হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশেও এ ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল।

শনিবার রাতে ভল্ট লুট হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সোমবার ভোরে ব্যাংক কর্মকর্তারা ভবনের মেঝেতে বিশাল গর্ত দেখে হতবিহ্বল হয়ে পড়েন।

সোনেপাত এলাকার পুলিশ প্রধান অরুণ নেহরার বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, ডাকাতরা ব্যাংকের ৩৫০টির বেশি লকারের মধ্যে ৭৭টি ভেঙে সেগুলোর ভেতরে থাকা মূল্যবান জিনিস নিয়ে গেছে।

ঘটনা তদন্তে পুলিশের বিশেষ দল গঠন করা হয়ছে বলেও জানান নেহরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

চুরি যাওয়া সোনার সঠিক মূল্য এখনো হিসাব করা হয়নি বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

ব্যাংক ম্যানেজার দেবেন্দ্র মালিক বলেন, “দেখেই বোঝা যাচ্ছে দুর্বৃত্তরা অত্যন্ত সতর্কতার সঙ্গে চুরির এ পরিকল্পনা করেছিল। বেশ কয়েক দিন ধরে তারা এ সুড়ঙ্গ খুঁড়েছে।”