সিয়াচেন হিমবাহ পরিদর্শন করলেন মোদী

দিওয়ালি উপলক্ষে ভারতীয় কাশ্মিরে যাওয়ার পথে বিরোধপূর্ণ সিয়াচেন হিমবাহ পরিদর্শন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 09:45 AM
Updated : 23 Oct 2014, 10:04 AM

সেপ্টেম্বরের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে বৃহস্পতিবার তিনি কাশ্মির যান বলে জানিয়েছে বিবিসি।

ভারত ও পাকিস্তান উভয়েই বিশ্বের সবচেয়ে উচুঁ যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেনের মালিকানা দাবি করে আসছে।

সিয়াচেনে যাওয়ার পথে এক ট্যুইটে মোদী লিখেন, “বিশেষ এই দিনটিতে আমাদের সাহসী সেনাদের সঙ্গে সময় কাটানোর জন্য।”

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পর সিয়াচেন পরিদর্শন করা দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হলেন মোদী।
২০০৫ সালে হিমবাহটি পরিদর্শনের পর এটিকে ভারত ও পাকিস্তানের মধ্যে “শান্তির পর্বত” বানানোর আহ্বান জানিয়েছিলেন।
সিয়াচেনে দুপক্ষের লড়াইয়ে যত সেনা মারা যায়, তার চেয়ে বেশি মারা যায় বিরূপ আবহাওয়ার শিকার হয়ে। হিমবাহটির ২২ হাজার ফুট উঁচুতে দুই দেশের সেনা মোতয়েন করা আছে।
১৯৮৪’র এপ্রিলে ভারতীয় বাহিনী উত্তর কাশ্মিরের এই হিমবাহটির নিয়ন্ত্রণ পাকিস্তানিদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এর তিনদশক পর দুই পক্ষই হিমবাহটিকে ঘিরে অনড় অবস্থান নিয়ে আছে।