বিমানবন্দরের প্রাচীর ভেঙে উড়াল, পাইলটের শাস্তি

ভারতের তামিল নাড়ুর ত্রিচি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার দুবাইগামী একটি উড়োজাহাজ উড়াল দেওয়ার সময় সেটির চাকার ধাক্কায় সীমানা প্রাচীর ভেঙে যায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2018, 07:07 AM
Updated : 12 Oct 2018, 09:57 AM

স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে (০১:১৯) এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।

উড়োজাহাজটিতে ১৩৬ জন আরোহী ছিলেন। তাদের নিয়ে নিরাপদে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হলেও শাস্তি এড়াতে পারেননি পাইলট ও কো-পাইলট।

তাদের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মুম্বাইয়ে অবতরণের পর উড়োজাহাজটিতে কিছু ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের অন্য একটি ফ্লাইটে দুবাই পাঠানো হয়।

বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “রানওয়ে থেকে উড়াল দেয়ার পরপরই উড়োজাহাজটির পেছনের দুই চাকা বিমানবন্দরের সীমানা প্রাচীরের উপরের অংশে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে প্রাচীরের কিছু অংশ ভেঙে যায়। আইএলএস অ্যান্টেনাও ভেঙ্গে গিয়েছিল, যা আবার দ্রুত মেরামত করা হয়।”