রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাচ্ছে ভারত

মিয়ানমারের রাখাইনে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে ভারত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 03:50 PM
Updated : 13 Sept 2017, 03:50 PM

ত্রাণের প্রথম চালান বৃহস্পতিবার আসছে বলে ঢাকায় ভারতীয় হাই কমিশনার জানিয়েছেন।

হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা চট্টগ্রাম বিমানবন্দরে ত্রাণ সামগ্রী সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করবেন।

গত ২৫ অগাস্ট রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযান শুরুর পর প্রায় চার লাখ রোহিঙ্গা বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ অভিমুখে শরণার্থীর এই ঢল নিয়ে এর আগে উদ্বেগ জানায় ভারত। বেসামরিক নাগরিকদের কল্যাণের কথা বিবেচনায় নিয়ে সংযতভাবে ও সতর্কতার সঙ্গে রাখাইন সংকট মোকাবেলার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান তারা।