অশ্রু নয়, রক্ত ঝরাচ্ছে শিশুটির চোখ

কাঁদলে চোখ থেকে অশ্রু ঝরবে, সেটাই স্বাভাবিক; কিন্তু সেই স্বাভাবিক ঘটনাটি ঘটছে না ভারতের হায়দরাবাদের অহনা আফজালের ক্ষেত্রে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2017, 06:26 AM
Updated : 8 July 2017, 06:26 AM

তিন বছর বয়সী শিশুটির চোখ থেকে অশ্রুর বদলে রক্ত ঝরছে; আর এই অস্বাভাবিক ঘটনা উদ্বেগাকুল এখন তার পরিবার, সেই সঙ্গে চিকিৎসকরাও।

অহনার জটিল রোগের আক্রান্ত হয়ে দুর্ভোগের খবর শনিবার এসেছে ভারতের টাইমস অব ইন্ডিয়ায়।

শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন; তাকে সারিয়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

শিশুটির বাবা মোহাম্মদ আফজাল বলেছেন, দেড় এক বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হলে প্রচণ্ড জ্বরের পর অহনার রক্ত ঝড়ার এই উপসর্গ দেখা দেয়। প্রথমে নাক থেকে রক্ত ঝরছিল। এখন চোখ থেকে ঝরছে। এছাড়া কান ও মুখ থেকেও রক্ত ঝরছে।

অহনার চিকিৎসাকারী ক্যান্সার বিশেষজ্ঞ সিরিশা বলেন, সম্ভবত শিশুটি হেমাটিড্রোসে আক্রান্ত হয়েছে। এক্ষেত্রে রোগীর মেহ থেকে ঘামের মতো রক্ত ঝরে। তবে চিকিৎসার ফলে তার রক্ত ঝরা এখন অনেকটা কমে এসেছে। তবে তার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন।

তবে আশাবাদী হতে পারছেন না আফজাল। তিনি বলেন, “আমি চিকিৎসকদের কাছে যখন জানতে চাইলাম, আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো? তারা কোনো উত্তর দিতে পারেনি।”

এই অবস্থায় মেয়ের সেরে ওঠার জন্য দেশের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহায়তা চাইছেন এই বাবা।