শতাধিক আরোহী নিয়ে মিয়ানমারের বিমান নিখোঁজ

শতাধিক আরোহী নিয়ে আকাশে থাকা মিয়ানমারের একটি সামরিক বিমান যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়ার পর সাগরে অনুসন্ধান চালানো হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2017, 11:44 AM
Updated : 7 June 2017, 03:54 PM

বুধবার দুপুরে দেশটির দক্ষিণ উপকূলের শহর মাইয়েক থেকে রাজধানী ইয়াঙ্গুন রওনা হওয়ার কিছুক্ষণ পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

চীনের নির্মিত বিমানটিতে ১২০ জন আরোহী ছিল বলে রয়টার্স জানিয়েছে।

আরোহীর সংখ্যা ১০৫ বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল বিবিসি, পরে সামরিক বাহিনী সংখ্যাটি ১২০ বলে জানায়।

সামরিক বাহিনী জানিয়েছে, বিমানে থাকা আরোহীদের মধ্যে ১০৬ জন সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্য। বাকি ১৪ জন ক্রু।  

মিয়ানমার সেনাবাহিনীর ফেইসবুক পাতার তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানায়, উড্ডয়নের ২৯ মিনিট পর দাভেই শহরের ৭০ কিলোমিটার পশ্চিমে আন্দামান সাগরে থাকা অবস্থায় এটি যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন উড়োজাহাজটি ১৮ হাজার ফুট উপরে ছিল।

বিবিসি জানিয়েছে, সর্বশেষ দুপুর ১টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ যোগাযোগ হয়েছিল।

মাইয়েক বিমানবন্দরে কর্মরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কিয়াও তেই রয়টার্সকে বলেন, “যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিমানটির কী হয়েছে, তা আমরা এখনও জানি না।”

উড্ডয়নের সময় আবহাওয়া ভালো এবং আকাশ পরিষ্কার ছিল বলে এই কর্মকর্তা জানান।

বিমানটি যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়ার পরপরই অনুসন্ধানে নামে সামরিক বাহিনী ও বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সামরিক বাহিনী জানিয়েছে, নৌবাহিনীর ৬টি জাহাজ এবং সেনাবাহিনীর তিনটি বিমান সাগরে অনুসন্ধান চালাচ্ছে।

এক পর্যটন কর্মকর্তাকে উদ্ধৃত করে আন্দামান সাগরে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এলেও তা নিশ্চিত করেনি মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ।