কৈলাসের নোবেল পদকের রেপ্লিকা চুরি

কৈলাস সত্যার্থীর নয়া দিল্লির বাড়ি থেকে তার নোবেল পুরস্কারের রেপ্লিকা চুরির খবর দিয়েছে ভারতের পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 07:12 AM
Updated : 7 Feb 2017, 09:46 AM

মঙ্গলবার ভোরের দিকে শান্তিতে নোবেলজয়ী এই সমাজকর্মীর বাড়িতে ঢুকে চোর রেপ্লিকার সঙ্গে মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

২০১৪ সালে পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছিলেন কৈলাস। সেই থেকে তার নামে বরাদ্দ পুরস্কারটি ভারতের রাষ্ট্রপতি ভবনেই রাখা আছে।

নোবেল পুরস্কারটি কৈলাসের বাড়িতে রাখা আছে- এমন ধারণা থেকে রেপ্লিকাটিকে আসল মনে করে চুরি করা হয়েছে বলে পুলিশের ধারণা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, দক্ষিণ দিল্লির অভিজাত অলকান্দা এলাকায় কৈলাসের বাড়িতে এই চুরির ঘটনা দিল্লির বাসিন্দাদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। কৈলাস এসময় বাড়িতে ছিলেন না, তিনি আমেরিকা সফরে রয়েছেন।

পুলিশ বলছে, চোর ধরতে তারা সাঁড়াশি অভিযান চালাচ্ছে। ওই এলাকার সব স্ক্র্যাপ ব্যবসায়ী ও স্থানীয় অপরাধীদের আটক করা হয়েছে। অপরাধ ও তদন্ত বিষয়ক একটি দল ঘটনাস্থল থেকে আঙ্গুলের ছাপসহ অন্যান্য আলামত সংগ্রহ করেছেন। 

চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

গত বছরের ২৯ নভেম্বর ভোরে দিল্লিতে ভারতীয় কংগ্রেস পার্টির নেতা ও সাংসদ শশী থারুর বাড়িতেও ভয়াবহ চুরির ঘটনা ঘটে। তাকে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ‘কপার গান্ধী গ্লাস’ ও দামী মূর্তিসহ অনেক মূল্যবান জিনিস চুরি যায়।