কানপুরে ছয়তলা ভবন ধসে নিহত ৫

ভারতে উত্তর প্রদেশের কানপুরে  একটি নির্মানাধীন ছয়তলা ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। ভেতরে আরও অন্তত ২৫-৩০ জন আটকা পড়ে আছে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2017, 05:54 AM
Updated : 2 Feb 2017, 06:08 AM

বুধবার বিকালে ভবনটি ধসে পড়ে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

জীবিত ও হতাহতদের উদ্ধারে রাতেও গ্যাস কাটার, বিশেষ ক্যামেরা ও ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করেছেন উদ্ধারকর্মীরা। ভবন ধসের ১২ ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের অধিকাংশই ছত্তিশগড় থেকে আসা নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্য।

ভবনটির মালিক সমাজবাদী পার্টির স্থানীয় নেতা মেহতাব আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে মেহতাব ও তার পরিবারের সদস্যরা পলাতক।

কানপুর ডেভেলপমেন্ট অথরিটি বলছে, প্রয়োজনীয় অনুমোদন না নেওয়ায় তারা তিনবার সতর্ক করে চিঠি দিলেও ভবন নির্মাতা প্রতিষ্ঠান তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছিল।

ধসের পর প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনটির গাঁথুনি বেশ দুর্বল ছিল।

ধসের পর তাৎক্ষণিকভাবে বারানাসি ও লখনৌ থেকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিমের (এনডিআরএফ) একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে সেনাবাহিনীও উদ্ধারকাজে অংশ নিচ্ছে।