‘সিজোফ্রেনিয়া মানসিক রোগ নয়’: পাকিস্তান সুপ্রিম কোর্ট

‘সিজোফ্রেনিয়া মানসিক রোগ নয়’ বলে আদেশ জারি করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 05:06 PM
Updated : 21 Oct 2016, 05:06 PM

এর ফলে দেশটিতে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত সিজোফ্রেনিক এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের পথ প্রশস্ত হয়েছে। নাম ইমদাদ আলি।

বিবিসি’র খবরে বলা হয়, ২০০২ সালে ইমদাদ একজন ধর্মীয় নেতাকে হত্যা করেন।

পরে চিকিৎসকরা জানান, ইমদাদ প্যারানইড সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। এর ভিত্তিতে ইমদাদের স্ত্রী সাফিয়া বানু তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট সাফিয়া বানুর আপিল আবেদন বাতিল করে দিয়ে বলেন, “সিজোফ্রেনিয়া স্থায়ী মানসিক অসুস্থতা নয়।”

“ওষুধ এবং অনেক ধরনের শারীরিক ও সামাজিক ব্যবস্থা এবং পুনর্বাসনের মাধ্যমে সিজোফ্রেনিয়ার আক্রান্ত ব্যক্তিদের আরোগ্যলাভের সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এটি এখন এমন অসুস্থতায় পরিণত হয়েছে যা থেকে আরোগ্যলাভ সম্ভব। ফলে সব দিক দিয়েই এটি আর মানসিক অসুস্থতার পর্যায়ে পড়ে না।”

ইমদাদের আইনজীবী সারাহ বেলার সাংবাদিকদের বলেন, তার মক্কেলের অপরাধ বা শাস্তি কিছুই বোঝার ক্ষমতা নেই।

“তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা যে সনদ দিয়েছেন ২০১৬ সালের আগে সেটি কখনওই আদালতে উপস্থাপন করা হয়নি।” ২০১২ সালে সরকারি চিকিৎসরা ইমদাদ সিজোফ্রেনিয়ার আক্রান্ত বলে সনদ দেয়।

সাফিয়া বানু রয়টার্সকে বলেন, “তিনি সব সময়ই পুরোপুরি ভ্রমের মধ্যে থাকেন।”

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, যদি ইমদাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় তবে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে।

‘আমেরিকান সাইকোলোজিক্যাল অ্যাসোসিয়েশন’ সিজোফ্রেনিয়াকে ‘একটি গুরুতর মানসিক অসুস্থতা’ বলে বর্ণনা করেছে।