জম্মুতে বিএসএফ এর গুলিতে ৭ পাক রেঞ্জার নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কাথুয়া জেলার আন্তর্জাতিক সীমায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ৭ পাকিস্তানি রেঞ্জার এবং একজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 05:04 PM
Updated : 21 Oct 2016, 05:04 PM

বিএসএফ-র বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি-র অনলাইন সংস্করণে বলা হয়, বুধবার রাত থেকে বিএসএফ পোস্ট লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা হচ্ছিল।

শুক্রবার সকালে কাথুয়া এলাকায় স্নাইপার রাইফেলের গুলিতে বিএসএফ’ এর একজন কনস্টেবল গুরুতর আহত হন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে জম্মুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিএসএফ ওই হামলার ‘যোগ্য জবাব’ দিয়েছে বলেও ওই বিবৃতিতে বলা হয়।

১৮ সেপ্টেম্বর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ভারতের দাবি পাকিস্তান ভিত্তিক জঙ্গিরাই ওই হামলা চালিয়েছে।