জমি অধিগ্রহণ: ভারতে পুলিশের গুলিতে নিহত ৪

ভারতের ঝাড়খণ্ডে জমি অধিগ্রহণ নিয়ে রাষ্ট্রমালিকানাধীন একটি কোম্পানির বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভের সময় পুলিশের গুলিতে চার বিক্ষোভকারীর নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 1 Oct 2016, 03:24 PM
Updated : 1 Oct 2016, 03:24 PM

শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এনটিপিসি-র একটি খনি এলাকায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে গ্রামবাসীরা। তারা তাদের জমি অধিগ্রহণের বিনিময়ে আরও ভাল ক্ষতিপূরণ এবং চাকুরির দাবি করছে।

বিক্ষোভকারীদের দাবি, বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি এনটিপিসি লিমিটেড কয়লা খনির জন্য জমি অধিগ্রহণ করার সময় ‘পর্যাপ্ত ক্ষতিপূরণের প্রস্তাব না করে বন আইন লঙ্ঘন করেছে’।

রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তা এম. এস. ভাটিয়া রয়টার্সকে বলেন, “ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় শতশত গ্রাসবাসী পুলিশের উপর হামলা চালালে (পুলিশের গুলিতে) কয়েকজনের মৃত্যু হয়।”

“পুলিশ প্রথমে টিয়ার গ্যাসের শেল এবং রাবার বুলেট ব্যবহার করে। কিন্তু বিক্ষোভতীব্রতর হলে পুলিশ গুলি করতে বাধ্য হয়।”

এ ঘটনায় চার বিক্ষোভকারী নিহত এবং সাত পুলিশসহ ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হতে হয়েছে।