ক্ষুধার্ত দুই শিশুকে বাড়িতে ফেলে গেলেন বাবা-মা!

দুই মাস আগে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে মা। মদ্যপ বাবা দুই মেয়েকে ঘরে তালা বন্ধ করে নিরুদ্দেশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 02:43 PM
Updated : 26 August 2016, 02:43 PM

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে চারদিন পর পুলিশ তালা ভেঙে আট ও তিন বছর বয়সী শিশু দুইটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।

শুক্রবার এনডিটিভি’র খবরে বলা হয়, ১৯ অগাস্ট ভারতের রাজধানী দিল্লির অন্ধকার একটি কক্ষ থেকে পুলিশ শিশু দুইটিকে উদ্ধার করে। শিশু দুইটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের সারা শরীরে ক্ষত। চিকিৎসকরা জানান, তাদের মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়েছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই মাস আগে তাদের মা ছেলেকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। তাদের মাতাল বাবা ১৫ অগাস্ট বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি।

তারপর থেকে দুই বোন পানি ও খাবার ছাড়া একটি ছোট কক্ষে আটকা পড়ে থাকে। ওই কক্ষ থেকে উটকো গন্ধ ছড়িয়ে পড়ার পর প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, শিশু দুইটির বাবা এখনও নিখোঁজ। তাদের দাদিকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু তিনি শিশু দুইটির দায়িত্ব নিতে অস্বীকার করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের খোঁজ রাখার জন্য শিশু কল্যাণ কমিটিকে অনুরোধ করেছে পুলিশ।

দিল্লি কমিশন ফর উম্যান শিশু দুইটির দায়িত্ব নিতে রাজি হয়েছে।

সংস্থাটির প্রধান স্বাতী মালিওয়াল বলেন, “মেয়ে দুইটি এতটাই খারাপ অবস্থায় ছিল যেটি আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না।”

“আমরা চাই না শিশু দুইটি আবারও ওই রকম একটি পরিবারের কাছে ফিরে যাক। কিভাবে তারা শিশু দুইটিকে এমন অবস্থায় রেখে চলে যায়?”