আসামে বন্যার কবল থেকে ৩টি গণ্ডারশাবক উদ্ধার

ভারতের বন্যাকবলিত আসাম রাজ্যের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে গণ্ডারের তিনটি শাবক উদ্ধার করেছেন বন্যপ্রাণী কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 09:36 AM
Updated : 29 July 2016, 09:41 AM

বিবিসি বলছে, শাবকগুলোর মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। প্রাণী তিনটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী উদ্যান কাজিরাঙ্গার শত শত প্রাণী বন্যার পানি থেকে বাঁচতে উদ্যান সংলগ্ন কারবি আংলোং পাহাড়ে গিয়ে আশ্রয় নিচ্ছে।

এসব প্রাণীর মধ্যে বিপন্নপ্রায় একশিঙ্গি গণ্ডার, হাতি, হরিণ ও বাঘ রয়েছে।

এরআগে উদ্যানটির হাতিরা সাঁতার কেটে বন্যার পানি পার হয়ে উঁচু জায়গায় চলে যাচ্ছে-এমন আলোকচিত্র প্রকাশ পেয়েছে।

এসব হাতি উঁচু শুকনা জায়গার খোঁজে ভারতের একটি জাতীয় মহাসড়ক পার হয়ে আরেক দিকে চলে যায়।

বন্যপ্রাণী কর্মকর্তারা বন্যার কবল থেকে সাতটি হরিণও উদ্ধার করেছেন।