ভারতে স্কুল ভ্যান-ট্রেন সংঘর্ষে ৭ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে গার্ডবিহীন ক্রসিংয়ে একটি স্কুল ভ্যানের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষে সাত শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 11:57 AM
Updated : 25 July 2016, 11:57 AM

সোমবার রাজ্যের ভাদোহি জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। দুর্ঘটনার সময় ওই ক্রসিংটিতে রেলওয়ের এক কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ট্রেনটিকে এগিয়ে আসতে দেখে তিনি ভ্যানটিকে রেললাইন অতিক্রম করার আগে থামানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ভ্যান চালক তার কথা না শুনে এগিয়ে গিয়ে বারানসি থেকে এলাহাবাদ মুখি যাত্রীবাহী ট্রেনটির সামনে গিয়ে পড়ে।

দুর্ঘটনায় আহত তিনটি শিশুর অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

ঘটনার জন্য ভ্যান চালককে দায়ি করে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা স্কুল ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়্। ভ্যান চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। 

ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে।