মুম্বাইয়ে ওষুধের দোকানে আগুন, ৮ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে একটি ওষুধের দোকানে আগুন লেগে আট জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 09:48 AM
Updated : 1 July 2016, 09:48 AM

বিবিসি বলছে, এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র অশোক দুদে জানান, বৃহস্পতিবার ভোরে শহরের আন্ধেরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, অগ্নিকাণ্ডের শিকার সবাই ওষুধের দোকান যে ভবনটিতে ছিল সেই ভবনের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। আগুন লাগার ফলে তারা সেখানে আটকা পড়েন।

কীভাবে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

তবে অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

সাম্প্রতিক বছরগুলোর মাঝে এটাই মুম্বাইয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের সাম্প্রতিকতম ঘটনা।

গেল বছরের অক্টোবরে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে সম্ভাব্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী।

জুনে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে আগুন লেগে সাতজনের মৃত্যু হয়। এর একমাস আগে মে মাসে অপর একটি ভবনে আগুন নিভাতে গিয়ে চারজন দমকলকর্মী মারা যান।