২০ উপগ্রহ নিয়ে রকেট উৎক্ষেপণ করল ভারত

এক রকেটে ২০ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে রেকর্ড গড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2016, 11:37 AM
Updated : 22 June 2016, 11:37 AM

অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটার সতীশ ধবন কেন্দ্র থেকে বুধবার সকাল ৯ টার পর মহাকাশে গেছে ইসরোর ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ বা ‘পিএসএলভি-সি-৩৪’ রকেট।

তাছাড়া, ভূ-পর্যবেক্ষণের জন্য দেশীয় প্রযুক্তিতে বানানো ভারতীয় মহাকাশযান ‘কার্টোস্যাট-২’ মহাকাশে পাঠিয়েও নজির সৃষ্টি করেছে ভারত।

উপগ্রহগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ইন্দোনেশিয়ার উপগ্রহও৷

ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের সময় ‘পিএসএলভি-সি-৩৪’ রকেটের মোট ওজন ছিল ৫৬০ কেজি। তবে এর সঙ্গে মহাকাশযান ‘কার্টোস্যাট-২’-এর ওজন যোগ করে এর মোট ওজন দাঁড়ায় ১,২৮৮ কেজি।

এর আগে ২০০৮ সালে এক সঙ্গে ১০টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল ইসরো। তবে এক্ষেত্রে  ‘বিশ্ব রেকর্ড’ এখনও রাশিয়ার দখলে আছে।

২০১৪ সালে রাশিয়া একই সঙ্গে ৩৭টি উপগ্রহ মহাকাশে পাঠায়। আর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা পাঠায় ২৯ টি উপগ্রহ।