পাকিস্তান টিভিতে জন্মনিয়ন্ত্রণ বিজ্ঞাপন নিষিদ্ধ

টেলিভিশনে গর্ভনিরোধক সব ধরনের পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।

>>রয়টার্স
Published : 29 May 2016, 02:45 PM
Updated : 29 May 2016, 04:26 PM

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুল্যাটরি অথরিটির (পিইএমআরএ) পক্ষ থেকে বলা হয়, “টেলিভিশনে বিজ্ঞাপন গর্ভনিরোধক পণ্য সম্পর্কে নিষ্পাপ শিশুদের কৌতুহল বাড়ায় বলে জনগণ অভিযোগ করেছে।”

পাকিস্তানের রক্ষণশীল সমাজে ‘যৌনতা’ নিয়ে খোলাখুলি আলোচনায় অনেক বাধা নিষেধ আছে। দেশটিতে টেলিভিশনে গর্ভনিরোধক পণ্যের বিজ্ঞাপন খুব একটা দেখা যায় না।

গত বছর ‘অনৈতিক’ তকমা দিয়ে একটি কোম্পানির কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ ও দম্পতিদের মধ্যে এ বিষয়ে সচেতনতা অনেক কম।