এভারেস্টে ভারতীয় পর্বতারোহীর দেহ উদ্ধার

হিমালয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণের সময় প্রাণহানি হওয়া দুই ভারতীয় পর্বতারোহীর একজনের দেহ উদ্ধার হয়েছে।

>>রয়টার্স
Published : 27 May 2016, 05:26 PM
Updated : 27 May 2016, 05:27 PM

এতে করে এক সপ্তাহে এভারেস্টে নিহত পর্বতারোহীর সংখ্যা দাঁড়িয়েছে চার জনে।

পর্বতারোহণের সময় অসুস্থ হয়ে দুই ভারতীয় পর্বতারোহী পরেশ নাথ ও গৌতম ঘোষের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছিল।

নেপালি শেরপারা গত শনিবার থেকেই দুইজনের মৃতদেহ খুঁজছিল। এ অভিযানে শুক্রবার পরেশ নাথের (৫৮) মৃতদেহ খুঁজে পাওয়ার কথা জানান কর্মকর্তারা। দেহটি নিচে নামিয়ে আনা হচ্ছে।

অপরজনের মৃতদেহের খোঁজ এখনও চলছে বলে জানিয়েছেন এক শেরপা।

গত শনিবার শিখরে ওঠার সময় ভারতীয় পর্বতারোহী পরেশ নাথ এবং গৌতম ঘোষ হারিয়ে যান বলে জানিয়েছিলেন কাঠমান্ডুর ট্রেকিং ক্যাম্প নেপাল এর ওয়াংচু শেরপা।

বরফে ঢাকা পর্বতশৃঙ্গে স্নো বাইটস, উচ্চতাজনিত অসুস্থতা এবং ক্লান্তি সাধারণ স্বাস্থ্য সমস্যা হলেও প্রতি আরোহণ ঋতুতে এসব কারণে মৃত্যু ছাড়াও দুর্ঘটনা ও অন্যান্য কারণেও পর্বতারোহীদের মৃত্যু হয়ে থাকে।