সবুজ হয়ে যাচ্ছে তাজমহল!

ভারতে বিশ্বের অন্যতম স্থাপত্য নিদর্শন আগ্রার তাজমহল বেশ কিছুদিন ধরেই হুমকির মুখে পড়েছে।

>>রয়টার্স
Published : 25 May 2016, 03:48 PM
Updated : 25 May 2016, 03:48 PM

সাদা মার্বেল পাথরে তৈরি তাজমহলের দেয়াল ধীরে ধীরে কালচে সবুজ রং ধারণ করছে।

পরিবেশবিদরা বলছেন, তাজমহলের সাদা মার্বেল পোকামাকড়ের বিষ্ঠা জমে সবুজাভ হয়ে উঠছে। এজন্য পাশের যমুনা নদীর দূষণকে দায়ী করছেন তারা।

গত কয়েক সপ্তাহ ধরে অজস্র পোকা তাজমহলের দেয়ালে মল ত্যাগ করছে। কালচে সবুজ রং এর ওই মলে ঢেকে যাচ্ছে ধবধবে সাদা দেয়াল।

পরিবেশবিদরা জানান, তাজমহলের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পানি দূষিত হয়ে পড়ায় সেখানে অসংখ্য পোকমাকড়ের জন্ম হয়েছে। যেগুলো তাজমহলের দেয়ালে মল ত্যাগ করছে।

১৭ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি অনিন্দ্য সুন্দর এই স্থাপনাটি স্থাপত্যশৈলির কারণে বিশ্বের সপ্তাশ্চার্যের একটি বলে গণ্য।

পরিবেশ দূষণ ও অপরিকল্পিত নগরায়ন ছাড়াও পাশে একটি তেল পরিশোধন কেন্দ্র ও দুইশ’ বছরের পুরাতন শ্মশানের ধোঁয়ার কারণে হুমকির মুখে থাকা তাজমহলে বোমা হামলার হুমকিও রয়েছে।

আল কায়েদা এখানে হামলা চালাতে পারে, এরকম হুমকির পর তাজমহলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কিন্তু সম্প্রতি পোকার আক্রমণ ঐতিহাসিক স্থাপনাটির সৌন্দর্য্যহানির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।