দিল্লি থেকে হারিয়ে যাওয়া সনু বাংলাদেশে?

ভারতের নয়াদিল্লি থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে ছয় বছর পর ‘বাংলাদেশে খুঁজে পাওয়া গেছে’ বলে দাবি করেছে তার পরিবার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 11:37 AM
Updated : 25 May 2016, 11:37 AM

শিশুটির পরিচয় নিশ্চিত করতে ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তা যশোর আসছেন বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইটে বলেন, হাই কমিশনের একজন ফার্স্ট সেক্রেটারি বুধবার যশোরে গিয়ে সনু নামে ১২ বছর বয়সী ওই শিশুর সঙ্গে দেখা করবেন।

এ বিষয়ে খোঁজ খবর করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও। টুইটে তিনি শিশুটিকে ‘ফিরিয়ে নিতে’ কাজ ‍শুরুর কথা জানিয়েছেন।

“শিশুটিকে নিজেদের সন্তান দাবি করা মেহবুব-মুমতাজ দম্পতির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে আমাদের জয়েন্ট সেক্রেটারি শ্রীপ্রিয়া রঙ্গনাথন। হারিয়ে যাওয়া সনু এখন যশোরের পুলেরহাটে একটি শিশু আশ্রয় কেন্দ্রে আছে বলে জানিয়েছেন তারা,” টুইটে বলেন সুষমা।

“আমরা সনুর সঙ্গে তার বাবা-মায়ের ডিএনএ মিলিয়ে দেখব, যদি ওই দম্পতির দাবি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে অবিলম্বে আমরা শিশুটিকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেব।”

এর আগে মঙ্গলবার আরেক টুইটে সনুর বিষয়ে খোঁজখবর শুরু করার কথা জানান সুষমা।

২০১০ সালে দিল্লি থেকে হারিয়ে যাওয়ার পর সম্প্রতি বাংলাদেশ থেকে এক ব্যক্তি মেহবুব-মুমতাজ দম্পতিকে ফোন দিয়ে সনুর খবর জানান বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।

ওই ব্যক্তিই জানান, সনু যশোরের পুলেরহাটের শিশু আশ্রয় কেন্দ্রে আছে।

সনু কীভাবে নিখোঁজ হয়েছে এবং কী করে বাংলাদেশে এসেছে- সেসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।