ভারতের উত্তরাখন্ডে দাবানলের বিরুদ্ধে লড়াই, মৃত ২

ভারতের উত্তরাঞ্চলীয় হিমালয় রাজ্য উত্তরাখন্ডে প্রাণঘাতী দাবানলের সঙ্গে লড়ছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 06:02 AM
Updated : 2 May 2016, 06:02 AM

ভারতীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, আগুনে পুড়ছে বনের ৪,৭০০ একর এলাকা এবং অগ্নিদগ্ধ হয়ে অন্ততপক্ষে দুই জন মারা গেছেন।

এক মাস আগে আগুন লাগলেও সাম্প্রতিক দিনগুলোতে আগুনের তীব্রতা বেড়ে গেছে। বর্তমানে বনের ১,২০০টি বিচ্ছিন্ন এলাকায় আগুন জ্বলছে।

“এই দাবানলকে ২০১২ সালের ভয়াবহ দাবানলের সঙ্গে তুলনা করা যায়,” বলেছেন দেশটির পরিবেশ ও বনমন্ত্রী প্রকাশ জাবেদকার।

বনের বিশাল এলাকা আগুনে পুড়লেও রাজ্যটির কোনো শহরে এটি ছড়িয়ে পড়েনি। প্রতি বছর হাজার হাজার পর্যটক বন, পাহাড় ও হ্রদে ঘেরা মনোরম উত্তরাখন্ড ভ্রমণ করেন।

ভারতীয় বিমানবাহিনী হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু ঘন ধোঁয়ার কারণে হেলিকপ্টারের ব্যবহারও সীমিত রাখতে হচ্ছে।

গেল কয়েক বছরের মধ্যে এবার ভারতে ভয়াবহ খরা চলছে। এই খরার মধ্যেই উত্তরাখন্ডের বনে দাবানল ছড়িয়ে পড়ে।

দেশটির সরকার জানিয়েছে, খরার কারণে দেশজুড়ে ৩৩ কোটি মানুষ পানির অভাবে ভুগছে।